নিজেকে মূল্যবান তৈরী করার সঠিক নিয়ম | bangla best motivational speech

bangla best motivational speech – আজকে এই পোস্টে চালাক হওয়ার এমন কিছু নিয়ম সম্পর্কে কথা বলবো এই নিয়ম গুলো যদি আপনি আপনার জীবনে প্রয়োগ করেন তাহলে আপনি সম্পূর্ণ একটি মূল্যবান মানুষ হয়ে উঠবেন, আর এই নিয়মগুলো আপনাকে চালাক হওয়ার সঙ্গে সঙ্গে বুদ্ধিমান এবং সাহসী তৈরী করে তুলবে, এর পর থেকে মানুষজন আপনাকে বেশি গুরুত্ব দেবে, আপনার বন্ধুদের মধ্যে বা কোনো গ্রুপের মধ্যে যখন আপনি দাঁড়িয়ে থাকবেন তখন আপনাকে দেখে সবার থেকে আপনাকে আলাদা মনে হবে, আপনার সম্মান অন্য মানুষের চোখে বেড়ে যাবে, মানুষ আপনার সঙ্গে থাকতে চাইবে, আপনাকে সবাই অনেক সম্মান দেবে আমি আপনাকে আগেই বললাম এই নিয়ম গুলো অনেক বেশি পাওয়ারফুল, আর এই নিয়ম গুলো আপনাকে একটি সত্যিকারের পাওয়ারফুল মানুষ তৈরি করেই ছাড়বে তাই আর দেরি না করে আমাদের টিপস গুলো ভালোভাবে ফলো করার চেষ্টা করুন।

নিজেকে মূল্যবান তৈরী করার সঠিক নিয়ম | bangla best motivational speech

bangla best motivational speech
bangla best motivational speech

নিজেকে মূল্যবান তৈরী করার সঠিক নিয়ম | bangla best motivational speech

প্রথম – নিজের উদ্দেশ্যটি সব সময় গোপন করে রাখুন

যদি আপনি কোনো একটি বিষয় নিয়ে কাজ করছেন তাহলে কোনো ভাবেই সেই কথা অন্য মানুষকে বলবেন না, এই পৃথিবীর বেশিরভাগ মানুষ খোলা বই এর মতো হয় নিজের মনের কথা এরা সামনের মানুষটিকে খুব সহজেই বলে দেয়, যখনি এরা কোনো সুযোগ পাই তখন এরা এদের কাজ সম্পর্কে, এদের লক্ষ্য সম্পর্কে, এদের প্ল্যানিং সম্পর্কে সবকিছু বলে দেয় আর এখানে সমস্যাটা হলো যদি আপনি পরবর্তীতে আপনার ওই লক্ষটা পূর্ণ করতে না পারেন তখন হয়  মানুষ আপনাকে নিয়ে মজা উড়াবে অথবা অন্য মানুষগুলোর সামনে আপনার একটি খারাপ ইমেজ তৈরি হবে, যে আপনি কেবলমাত্র মুখেই বড়ো বড়ো কথা বলেন কিন্তু কাজে করতে পারেন না তাই নিজের কথার উপরে নিয়ন্ত্রণ রাখুন আর আপনি যেই কথা বলবেন খুব ভেবে চিন্তে বলবেন আর কিছু না কিছু অবশ্যই গোপন করে রাখবেন, অন্য মানুষগুলোকে একটু কনফিউজ হতে দিন তারা যেনো কখনোই এটা বুঝতে না পারে যে আপনার আগামী পদক্ষেপ কি হতে চলেছে মানুষকে কেবল মুখে বলে নয় বরং কাজে করে দেখাতে শিখুন।

দ্বিতীয় – প্রয়োজনের থেকে কম কথা বলুন

আমাদেরকে ছোটবেলা থেকেই শেখানো হয় যতটা প্রয়োজন ততটাই কথা বলা উচিত, কিন্তু এই নিয়মটা আমাদের এটা শেখায় যে সবসময় প্রয়োজনের থেকেও কম কথা বলা উচিত কারণ আপনি যতো বেশি কথা বলবেন আপনি ততো বেশি সাধারন হয়ে যাবেন, কোনো মানুষকেই আপনার কথার দ্বারা ইমপ্রেস করার চেষ্টা করবেন না কারণ যখন আপনি প্রয়োজনের থেকে অতিরিক্ত কথা বলবেন তখন খুব বেশি সম্ভাবনা আছে যে আপনার দ্বারা ফালতু কথা বলা হয়ে যাবে।

উদাহরণ – একবার একটি কয়রির ফাঁসি হবার কথা ছিলো আর যখন তাকে ফাঁসি দেওয়া হবে তখনই ফাঁসির দড়িটা ছিঁড়ে যায় আর ওই ফাঁসির দড়িটা ছিঁড়ে যাওয়াটা উপরবালার আশীর্বাদ মনে করা হতো আর এই কারণেই কয়েদির শাস্তি মাফ করে দেওয়া হতো, এই ঘটনাটা ঘটার পরে সিপাহী গিয়ে রাজাকে সমস্ত কথা খুলে বলেন রাজা সব কিছু সোনার পর ওই কয়রির সমস্ত সাজা মাপ করে দিতে যাচ্ছিলেন, তখন রাজার মুন্ত্রী ওই সিপাহীকে ডেকে জিজ্ঞেস করেন ওই কয়রির ফাঁসির দড়িটা ছিঁড়ে পড়ে যাওয়ার পরে ওই কয়রিটা কি কোনো কথা বলেছিলো তখন সিপাহী বলে যে হ্যাঁ ওই কয়রি বলেছিলো যে রাজা ঠিক করে একটি দড়ি বানাতে পারেনা সেই রাজা রাজ্য কিভাবে চালাবে এই কথাটা শোনার পরে রাজা অনেক বেশি রেগে যায়। এরপর রাজা ওই কয়রিটির কাছে যাই আর তরোয়ার দিয়ে ওই কয়রিটিকে মেরেফেলে, এখন ওই কয়রির মৃত্যুর কেবলমাত্র একটি কারণ ছিলো সেটি হলো বিনা কারণে অতিরিক্ত কথা বলা। আর এটা একদমই সত্যি যখন আপনি প্রয়োজনের থেকে কম কথা বলবেন তখন আপনাকে অনেক বেশি বুদ্ধিমান এবং শক্তিশালী মনে হবে কারণ আপনি যখন চুপ থাকবেন তখন সামনের মানুটি চিন্তায় পড়ে যাবে যে আপনি কি চিন্তা করছেন আর তখন সামনের মানুষটি এমন কিছু কথা আপনাকে বলবে যার সাহায্যে আপনি সামনের মানুষটির দুর্বলতা বুঝে যাবেন আর যদি আপনি কম কথা বলেন তাহলে আপনার দুর্বলতাটা সামনের মানুষটি বুজতে পারবে না তাই যদি আপনি স্মার্ট হতে চান তাহলে এই নিয়মটা আপনি অবশ্যই পালন করবেন। একটি স্মার্ট লোকের সবথেকে বড় একটি চিহ্ন হলো তারা খুবই কম কথা বলে অথবা যেখানে যতটুকু কথা বলার প্রয়োজন তারা সেখানে ততটুকুই কথা বলে।

নিজেকে মূল্যবান তৈরী করার সঠিক নিয়ম | bangla best motivational speech

তৃতীয় – আপনার আত্মসম্মানের উপরে অনেক কিছু নির্ভর করে তাই যে কোনো মূল্যে এটা রক্ষা করুন

আপনার আত্মসম্মান অর্থাৎ আপনার রেপুটেশন আপনার ইমেজের সাহায্যেই আপনি অন্য মানুষগুলোর কাছে মহান হয়ে থাকতে পারেন আপনি আপনার ইমেজ অন্য মানুষ গুলোর সামনে যেমনটা তৈরি করবেন মানুষ ঠিক তেমন ভাবেই আপনার সঙ্গে ব্যবহার করবেন তেমনি আপনাকে সম্মান করবে, তাই যে কোনো মূল্যে আপনাকে আপনার এই সম্মানকে রক্ষা করতে হবে আর অন্য মানুষের সামনে আপনার ইমেজ এমন তৈরি করুন যাতে যে কেউ আপনার সম্পর্কে কোনো কথা বলার আগে ১০ বার চিন্তা করে। অন্য মানুষের সামনে আমাদের যে ইমেজ – ৪ টি বিষয়ের উপর নির্ভর করে। (১) পোশাক দেখে (২)  অর্থ দেখে (৩) মুখের কথা শুনে (৪) কাজ দেখে। তাই আগে আপনি এই ৪ টি জিনিস কে ঠিক করুন তাহলে আপনার যে ইমেজ সেটা পরবর্তী লেভেলে পৌঁছে যাবে।

(১) পোশাক দেখে – আপনি আপনার ড্রেসিং সেন্স কে পরিবর্তন করুন কারণ আপনার ফার্স্ট ইম্প্রেশনটা আপনার পোশাক দেখেই তৈরি হয়।

(২)  অর্থ দেখে – আপনার কাছে যদি টাকা থাকে তাহলেই আপনাকে মানুষ জিজ্ঞেস করবে যে আপনি কেমন আছেন, তাই সমস্ত ফালতু কাজকে ছেড়ে দিয়ে টাকা রোজগার করুন তাহলে প্রতিটা মানুষ আপনাকে সম্মান করবে।

(৩) মুখের কথা শুনে – আপনি সঠিক কথা বলবেন তখন আপনার মধ্যের talent মানুষ আপনার কথার মাধ্যমে দেখতে পাবে, তাই আগে আপনাকে সঠিকভাবে কথা বলা শিখতে হবে অথবা যখন প্রয়োজন হবে কেবলমাত্র তখনই কথা বলবেন।

(৪) কাজ দেখে – আপনি কোন লেভেলে কাজ করেন অর্থাৎ আপনি যে পজিশনে কাজ করবেন ওই পজিশান আপনাকে যে সম্মানটা এনে দিতে পারবে সেই সম্মানটা অন্য কোনো কিছুই আপনাকে এনে দিতে পারবে না, তাই আপনি যে কাজটা করছেন সেই কাজটাকে সঠিক ভাবে নির্বাচন করুন, আর আপনাকে মনে রাখতে হবে আপনি আপনার জীবনে এমন কোনো কাজ করবেন না যেই কাজের কারণে আপনার ইমেজ খারাপ হবে, কারণ যদি একবার আপনার ইমেজের উপরে দাগ লেগে যায় তাহলে কোনো ভাবেই সেই দাগ আপনি আর মোছাতে পারবেন না, যদি আপনার ইমেজ ভালো হয় আপনি যদি ভালো লেভেলে কাজ করেন তাহলে আপনার অনেক কাজ কেবলমাত্র আপনার মুখের কথাতেই হয়ে যাবে তাই আপনার যে আত্মসম্মান আছে , আপনার যে ইমেজ আছে এটাকে যে কোনো মূল্যে রক্ষা করবেন আপনার ইমেজের উপরে আপনার জীবনের অনেক কিছুই নির্ভর করে।

bangla best motivational speech

চতুর্থ – রাজার মতো বাঁচার চেষ্টা করুন

আপনি যদি রাজার মতো সম্মান পেতে চান তাহলে আপনাকে রাজার মতো কাজও করতে হবে। আপনি নিজেকে যেমন ভাবে অন্য মানুষের সামনে নিজেকে প্রেজেন্ট করেন, তার উপরেই নির্ভর করবে সেই মানুষ গুলি আপনাকে কতটা সম্মান দেবে, আপনি যদি খুবই সাধারন ভাবে নিজেকে প্রেজেন্ট করেন তাহলে সামনের মানুষগুলো আপনাকে সাধারনই ভেবে নেবে, তারা আপনাকে সম্মান দেবে না। যেহেতু রাজা নিজেই  নিজেকে সম্মান করে, এই কারনেই অন্য মানুষ গুলোও রাজাকে সম্মান করেন। আর রাজার মতো ব্যবহার করা বলতে আমি এটা বলতে চাইছি না, যে আপনি অহংকারী হয়ে যাবেন বরং আপনি নিজেকে কারোর থেকে কম না মনে করে নিজের মূল্যটা বুঝবেন, আপনার সমস্ত কাজ রাজার মতো করে করুন আপনার চিন্তা ভাবনা উঁচু রাখুন আর আপনি আপনার কাজের দ্বারা মানুষকে এটা বুঝিয়ে দিন আপনি হয়তো রাজা না কিন্তু আপনি রাজা হওয়ার যোগ্যতা রাখেন । কখনোই আপনার আত্মসম্মানকে নষ্ট হতে দেবেন না, যখন আপনি একা থাকবেন তখনও আপনি নিজেকে অপমান করবেন না কারণ যে মানুষ নিজেকে সম্মান দেয়, এই পৃথিবীর মানুষও তাকে সম্মান দেবে তাই আপনিও রাজার মতো সম্মান পেতে চান তাহলে রাজার মতো উঁচু চিন্তা রাখুন, রাজার মতই কাজ করুন।

পঞ্চম – সম্মান অর্জন করার জন্য দূরত্ব তৈরি করুন

কোনো একটি জায়গায় যদি আপনি অতিরিক্ত আসা-যাওয়া করেন তাহলে আপনার সম্মান সেখানে কম হয়ে যাবে, আপনি যতো বেশি মানুষের সামনে থাকবেন যতো বেশি কথা বলবেন আপনি ততো বেশি সাধারন হয়ে যাবেন। যদি আপনি কোনো একটি গ্রুপের মধ্যে থাকেন তাহলে কিছু সময়ের জন্য আপনি ওই গ্রুপ থেকে দূরে চলে যান, আর যখন আপনি সেখানে থাকবেননা তখন আপনার সম্পর্কে আলোচনা হবে, আপনার প্রশংসা করা হবে, আপনাকে কেবল মাত্র এটা শিখতে হবে যে কখন আপনাকে দূরে চলে যেতে হবে, আপনি অনেকবার এটা দেখে থাকবেন যে বড়ো বড়ো সেলিব্রেটিরা কোনো পার্টিতে বা অনুষ্ঠানে যায় তখন তারা কোনো রকমের খাবার না খেয়ে সেখান থেকে চলে যায়, এটা বলে যে তাদের কোনো একটি পার্টি বা মিটিং-এ যেতে হবে, কিন্তু বাস্তবে তাদের কোথাও যাওয়ার তাড়া থাকেনা, তারা কেবলমাত্র সেখানে উপস্থিত থাকে কারণ নিজের ভ্যালুকে তারা কম করতে চায়না কারণ তারা যতো বেশি মানুষ জনের সামনে থাকবে ততো বেশিতারা সাধারণ হয়ে যাবে, ততো বেশি তাদের মূল্য কম হয়ে যাবে, সূর্যের গুরুত্বটাও আমরা সূর্য ডুবে যাওয়ার পরে বুঝতে পারি, একটি বৃষ্টির দিন যতো লম্বা হবে আমাদের সূর্য বার হওয়ার অপেক্ষা ততই বেশি হবে আর তখন সূর্যের গুরুত্ব অনেক বেশি বেড়ে যাই আর আমাদের সূর্যকে অনেক ভালোও লাগে, কিন্তু যদি সূর্য উঠে থাকে আর ওই সূর্যের অতিরিক্ত গরমে আমরা থাকতে পারিনা তখন ঐ সূর্যকে আমাদের আর পছন্দ হয় না তাই যদি আপনি নিজেকে অনুপস্থিত রাখা শিখে যান তাহলে মানুষের মধ্যে আপনার গুরুত্ব বেড়ে যাবে।

bangla best motivational speech

Bangla best motivational speech – তো বন্ধুরা আপনারা যদি এই ৫ টি নিয়মকে আপনার জীবনে ফলো করতে পারেন তাহলে আমি ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার সম্মান অবশ্যই বেড়ে যাবে, আর আপনি অনেক শক্তিশালী হয়ে উঠবেন। তো আজকে এই পর্যন্ত আশা করি নিজেকে মূল্যবান তৈরী করার সঠিক নিয়ম পোস্টটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আপনাদের একটি কমেন্ট আমকে এইরকম পোস্ট লিখতে আরও মোটিভেশন বাড়িয়ে দেবে। এছাড়া বন্ধুরা আমাদের bangaliyana.com ওয়েবসাইটে আরো সুন্দর সুন্দর মেয়ে পটানোর টিপস , বাংলা মোটিভেশন , ইমপ্রেস গার্ল এই ধরণের অনেক পোস্ট আছে চাইলে সেগুলো দেখতে পরেন ধন্যবাদ।

মন্তব্য করুন