যে কোনো অপরিচিত মেয়ের সাথে কিভাবে কথা শুরু করা যায়। How to start talk unknown girl

How to start talk unknown girl– আপনি হয়তো জানলে অবাক হবেন ছেলেদের তুলনায় মেয়েরা অপরিচিত ছেলেদের সাথে পরিচিত হতে বেশি পছন্দ করে। এর পিছনে সবচেয়ে বড় কারণ হলো-মেয়েরা অন্যের কাছ থেকে প্রশংসা এবং গুরুত্ব পেতে খুব পছন্দ করে। কোনো একটি ছেলের সাথে পরিচিত হওয়ার পর মেয়েরা মুহূর্তের মাঝে ছেলেটির কাছথাকে যে পরিমাণ গুরুত্ব পাই সেটা মেয়েরা তাদের বয়ফ্রেন্ডের কাছথেকেও পায় না। তো এটার পরেও আপনি যখন কোনো অপরিচিত মেয়ের সাথে কথা বলার চেষ্টা করবেন আর সেই মেয়েটি আপনার সাথে কথা বলার আগ্রহ দেখাই না, আপনি নিম্নের এই কৌসল গুলো ফলো করে কোনো মেয়ের সাথে এইভাবে কথা বলে দেখুন আমি আপনাকে ৮০% গ্যারান্টি দিয়ে বলতে পারি মেয়েটি আপনার জন্য পুরো পাগল হয়ে যাবে।

যে কোনো অপরিচিত মেয়ের সাথে কিভাবে কথা শুরু করা যায়। How to start talk unknown girl

how-to-start-talk-unknown-girl
                                how-to-start-talk-unknown-girl
How to start talk unknown girl

 প্রথমবাহানা দিয়ে কথা শুরু করুন

অনলাইনে কোনো মেয়ের সাথে প্রথমবার কথা শুরু করতে চাইলে সুদু মাত্র হাই, হ্যালো দিয়ে কথা শুরু না করে অবশ্যই কোনো না কোনো বাহানা দিয়ে কথা শুরু করুন। মেয়েটি যদি আপনার সাথে একই ক্লাসে পড়ে তখন আপনি মেয়েটির কাছথেকে পড়াশোনার সম্পর্কে কোনো একটা হেল্প বা কিছু একটা তথ্যের বাহানায় মেয়েটার সাথে কথাবলা শুরু করলেন। তখন আপনি এটা লক্ষ্য করে দেখবেন মেয়েটি আপনার সাথে খুব আগ্রহ নিয়ে কথা বলছে এবং আপনার সাথে সে অনেকক্ষণ ধরে সময় দিচ্ছে। দেখবেন এমন আলাপ জমতে থাকবে যে কোথাকার জল কোথায় গড়াবে সে নিজেও টের পাবেনা। তাই যে কোনো মেয়ের সাথে প্রথমবার কথা বলার সময় নিজের ব্রেনটাকে একটু কাজে লাগাবেন এবং ভালো একটি বাহানা খুঁজে বার করবেন। তার পর সেই বাহানাটা নিয়েই মেয়েটার সাথে কথা বলবেন।

যেমন উদহারণ হিসাবে বলা যেতে পারে – ” বলছিলাম আমি না কাল স্কুলে যায়নি ম্যাথ ক্লাসে কি করিয়েছে সেটা যদি একটু আমাকে পাঠাতে তাহলে খুব ভালো হতো ”

দ্বিতীয় — তার বিষয়ে আগে ভালো করে জানুন

যে কোনো মেয়েকে ইনবক্সে মেসেজ করার আগে অবশ্যই তার প্রোফাইলে গিয়ে ভালো করে আগে ঘেটাঘাটি করে নেবেন। মেয়েটির প্রোফাইলে গিয়ে তার এবাউট তার করা পোস্ট,স্ট্যাটাস ইত্যাদি ঘেটাঘাটি করে দেখুন এমন কোনো তথ্য পাওয়া যাই কি। যেটার দ্বারা আপনি বুঝতে পারেন যে মেয়েটি কি করতে ভালোবাসে এবং মেয়েটি কেমন ধরনের।

যেমন – হতে পারে আপনি তার প্রোফাইল ঘেটে বুজলেন যে মেয়েটি মুভি দেখতে বেশি ভালোবাসে বা বুঝলেন সে ফোটো তুলতে ভালোবাসে অথবা তার পোষ্ট গুলো দেখে বুঝলেন সে কবিতা বেশি ভালোবাসে। তো আপনি যখন তার সাথে সেই রিলেটেড কোনো কথা দিয়ে মেসেজ করা শুরু করবেন তখন দেখবেন সে খুবই আগ্রহের সঙ্গে আপনার সাথে কথা বলতে শুরু করেছে। এবং সে আপনার সাথে কথা বলে খুব মজাও পাচ্ছে।

তৃতীয় — মেয়েটির পার্সোনাল কিছু নিয়ে কথা বলার চেষ্টা কম করুন

অধিকাংশ ছেলেরা একটা ভুল করে থাকে, সেই ভুলটা হচ্ছে তারা কোনো মেয়ের সাথে প্রথমবার কথাবলা শুরু করলে দু-একটা কথা বলার পর আর কোনো কথা খুঁজে পাই না, তখন কোনো কিছু না ভেবেই ছেলেটি মেয়েটিকে এমন সব পার্সোনাল প্রসঙ্গ নিয়ে কথা বলে বা মেয়েটিকে এমন সব পার্সোনাল প্রশ্ন করে বসে তার ফলে মেয়েটি খুব বিরক্ত হয়ে যায়।

যেমন – তোমার একটা ফটো দেবে? তোমার ফোন নম্বরটা পাওয়া যাবে? আচ্ছা তুমি কোথায় থাকো? তোমরা কয় ভাই বোন? তোমার বাবা কি করে? ইত্যাদি ইত্যাদি।

আরে বাবা একটু তো সবুর করুন, আপনার সাথে তার পরিচয় হওয়াই শেষ হয়নি। এর মাঝেই আপনি তার পার্সোনাল তথ্য নিতে উঠে পড়ে লেগেছেন। আপনাকে চেনার জন্য, বোঝার জন্য, আপনার উপর বিশ্বাস বা আস্থাটা আসার জন্য মেয়েটিকে একটু তো সময় দিন। প্রথম দিনই যদি মেয়েটিকে প্রশ্নের পর প্রশ্ন করে ইন্টারভিউ নেওয়া শুরু করেন তাহলে মেয়েটি তো আপনার সাথে কথা বলতে বিরক্তি বোধ করবে। পরবর্তী সময়ে আপনি তাকে মেসেজ করলে সে জীবনেও অর রিপ্লাই দিতে চাইবে না। আপনি একটু ধৈর্য ধরুন দু-একদিন একটু সময়দিয়ে মেয়েটির সঙ্গে মজার মজার কথা বলুন, আগে মেয়েটির সঙ্গে একটা ভালো সম্পর্ক গড়ে তুলুন। তখন আপনি দেখবেন সময়ের সাথে সাথে সবকিছু এমনিতেই পেয়ে যাবেন।

চতুর্থ — মেয়েদের সব সময় প্রশংসা করতে হবে

মেয়েরা তাদের প্রশংসা শুনলে খুবই খুশি হয়। সেই জন্য যখনই ভালো বুঝবেন পাবেন প্রশংসা করার সুযোগ হাতছাড়া করবেন না। তাই বলে আপনি সময় না বুঝে সব জায়গায় সব সময় শুধু মেয়েদের প্রশংসা করে ফাটিয়ে দেবেন তাহলে তো হবে না । প্রশংসার ভিতরে আবার কিছু ভাগ আছে সেগুলো মাথায় রাখবেন। সবসময় চেষ্টা করবেন বাস্তব সত্য দিয়ে প্রশংসা করা। যেগুলো সে মেনে নিতে পারবে কারণ এমন কিছু কথা থাকে সেগুলো একটু বেশি বেশি হয়ে যাই

যেমন – আপনি প্রথম মেসেজেই মেয়েটিকে বলবেন: আরে তুমি তো অনেক সুন্দর ! আর এটা বলে মনে মনে ভাববেন আমি তো গুলি করে দিয়েছি। পাখি নিশ্চয়ই ঘায়েল হবে। আরে মশাই শুধু গুলি করলেই হয় না সঠিক সময় গুলি করতে হবে তবেই গুলিটা একদম মেয়েদের বুকে গিয়ে লাগবে। তাই দু-চার দিন যাক, দু-চার ঘন্টা আপনার সাথে কথা হোক। মেয়েটি আপনার কথার মধ্যে ইন্টারেস্ট পাওয়া শুরু করুক। তার পরে সময় বুঝে জায়গা মতো প্রশংসা করবেন। তবেই মেয়েটির কাছে সেটা ভালো লাগবে।

পঞ্চম — তার পছন্দের বিষয় সম্পর্কে কথা বলা

আপনি যখন কোনো মেয়ের সাথে কথা বলবেন তখন আপনি যদি তার পছন্দের বিষয় গুলো নিয়ে কথা শুরু করেন, তাহলে দেখবেন মেয়েটা কতোটা আগ্রহ নিয়ে আপনার সাথে কথা বলছে অর দেখবেন কথা বলা শেষ হতেই চাইবে না। এখন হয়তো অনেকেই বলবেন মেয়েদের বিষয় বলতে আমি কি বোঝাবো, আরে ভাই আসল জিনিসটাই তো আপনি বুঝতে পারলেন না, মনে করুন মেয়েটি ফেসবুক ব্যাবহার করতে খুবই পছন্দ করে অথবা সে অনেক সেলফি তুলতে খুব পছন্দ করে অথবা সে হয়তো সে রান্না করতে খুবই পছন্দ করে তো তার সাথে কথা বলার সময় আপনার কাজ হবে সেই বিষয় গুলি নিয়ে তার সাথে কথা বলা।

যেমন – আচ্ছা বেশ কয়েকদিন হলো তুমি দেখি ফেসবুকে নতুন কোন স্ট্যাটাস দাও না কেনো ? তোমার স্ট্যাটাস গুলো তো খুবই ভালোই লাগতো অথবা বলবেন তোমার লাস্ট সেলফিটা কোথায় তোলা জায়গাটা না খুবই সুন্দর লাগছিলো অথবা বলতে পারেন আজকে তোমাদের কি রান্না হয়ছে অর রান্নাটা কে করেছে তোমার মা না তুমি ইত্যাদি ইত্যাদি ।

How to start talk unknown girl

তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আশা করি এই পোস্টি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের কমেন্ট বোক্সএ গিয়ে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেননা আপনাদের একটা কমেন্ট আমাকে এইরকম পোস্ট লাখের আরো মোটিভেশন বাড়িয়ে দিতে অনেক সাহার্য্য করে। এছাড়া বন্ধুরা আমাদের bangaliyana.com ওয়েবসাইটে আরো সুন্দর সুন্দর মেয়ে পটানোর টিপস, বাংলা মোটিভেশন, ইমপ্রেস গার্ল এই ধরণের অনেক পোস্ট আছে চাইলে সেগুলো দেখতে পড়েন ধন্যবাদ।

মন্তব্য করুন