অপরিচিত মেয়েদের সাথে কথা বলার নিয়ম | How To Start Conversation With Unknown Girl

How To Start Conversation With Unknown Girl-গার্লফ্রেন্ড অথবা অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে গিয়ে কেমন আছো, কি করছো? এমনি দু-একটি কথা বলার পর যখন আপনি আর কোন কথা খুঁজেই পান না তখন আপনি ভাবতে থাকেন আর যে কি কথা বলা যায়,আর তখন মেয়েটি ভাবে ধুর এই ছেলেটা কেমন যেনো বোরিং টাইপের, আর ব্যাস মেয়েটিকে ইমপ্রেস করা তো দূরের কথা পরবর্তি সময় ওই মেয়েটি হয়তো আপনাকে ইগনোর করতে শুরু করবে এবং এখানে আপনার প্রেম শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। আপনিও যদি মেয়েদের সঙ্গে কথা বলার সময় অত্যাধিক সিরিয়াস হয়ে কি যে বলবেন সেটাই বুঝে উঠতে না পারেন তাহলে হ্যাঁ আজকের এই পোস্টটি আপনারই জন্য। তাহলে আর দেরি না করে আমাদের পোস্টটি ভালো করে ফলো করার চেষ্টা করুন। আপনারও আজ থেকে আর কোন মেয়ের সাথে কথা বলার সময় বোরিং ফিল হবে না আর সব মেয়েদের কাছে আপনি একজোন যোগ্য মানুষ হয়ে উঠতে পারবেন।

অপরিচিত মেয়েদের সাথে কথা বলার নিয়ম | How To Start Conversation With Unknown Girl

How To Start Conversation With Unknown Girl
How-To-Start-Conversation-With-Unknown-Girl

 

How To Start Conversation With Unknown Girl

Right type of  questioning (সঠিক ধরনের প্রশ্ন করা)

প্রশ্ন করা বা প্রশ্ন করেই কারো সাথে কথা চালিয়ে যাওয়ার সব থেকে সহজ ধাপ সেটাতো আমরা সবাই জানি। কিন্তু সমস্যা তো এটাই যে বেশিরভাগ ছেলেরাই এটাই জানে না যে কোন টাইপের প্রশ্ন করলে কথোপকথনটা অনেকটা লম্বা হবে। তো সব সময় প্রশ্ন করতে হবে খোলামেলা টাইপের যার উত্তর লম্বা হবে, কোনো শর্ট বা এক ওয়ার্ডের হবে না এবং প্রশ্ন কখনো অবাস্তব বা পার্সোনাল লাইফ নিয়েও করবেন না, তাহলে মেয়েটি আপনাকে কোনো ভাবে এড়িয়ে যেতে চাইবে আর এই টেকনিক টি ফলো করে আপনি গার্লফ্রেন্ড থেকে শুরু করে যেকোনো মানুষের সঙ্গেই ঘন্টার পর ঘন্টা কথা চালিয়ে যেতে পারেন।

প্রথম মেয়েটিকে এমন প্রশ্ন করবেন না যার উত্তর শুধু হ্যাঁ বা না তেই দেওয়া যায়।

যেমন-তুমি কি আজ কলেজে গিয়েছিলে? হ্যাঁ গিয়েছিলাম, তোমার ডিনার হয়েগেছে? না, তোমার সিনেমা দেখতে ভালো লাগে? Hmm তোমার বয়ফ্রেন্ড আছে? না নেই।

দ্বিতীয় – এমন ভাবে প্রশ্ন করতে যাবেন না যাতে তার মনে হয় যে আপনি তাকে কোন প্রশ্ন করছেন না বরং আপনি তার ইন্টারভিউ নিচ্ছেন অর্থাৎ প্রশ্ন গুলি করতে হবে এমন ভাবে যাতে সে কথা চালিয়ে যেতে ভালো ফিল করে।

যেমন- তাকে জিজ্ঞাসা করতে পারেন তোমার আজকের দিনটা কেমন কাটলো, আজ সারাদিন তুমি কি কি করলে? হ্যাঁ ভালোই কাটলো কিন্তু তেমন কিছু করিনি, শুধু বিকালে একটু মার্কেটে গিয়েছিলাম ফ্রেন্ডদের সাথে, তো মার্কেটে গিয়ে কি কেনাকাটা করলে আমাকে একটু বলো।

তৃতীয় – কোন হেল্প বা এডভাইস দেওয়ার জন্য বলতে পারেন।

যেমন- বলতে পারেন আমার না একটা বন্ধুর বিয়ের অনুষ্ঠান আছে কোন ড্রেসে গেলে ঠিক হবে বলোতো প্লিজ আমাকে একটু হেল্প করো না? বিয়েতে যাবে যখন তাহলে পাঞ্জাবিতেই তোমাকে খুব ভালো মানাবে, তারপরেও আপনি আরো এটা বলতে পারেন পাঞ্জাবি তো বুঝলাম কিন্তু কি কালারের পরা যেতে পারে বলোতো? আর এই ভাবেই আপনি কথা চালিয়ে যেতে পারেন। আর মেয়েরা অন্যকে উপদেশ দিতে পারলে আর কি চাই।

How To Start Conversation With Unknown Girl

চতুর্থ – আপনাদের কোন কমন ফ্রেন্ডকে নিয়েও তার সাথে কথা বলতে পারেন।

যেমন- আচ্ছা রিয়া আর রাহুল এর কি খবর তুমি কি কিছু জানো? কাল রিয়ার সাথে ফেসবুকে কিছুক্ষণ কথা হয়েছিল, তা ওদের রিলেশানের কি অবস্থা সব ঠিক আছে তো, না মোটেই ঠিক নেই অমিত নামের একটি ছেলের জন্য ওদের রিলেশনটা নষ্ট হচ্ছে।

পঞ্চম – ছোটবেলার কথা নিয়েও মেয়েটিকে প্রশ্ন করতে পারেন যাতে সে ভাববে আপনি তার বিষয়ে জানতে খুবই আগ্রহী।

যেমন- তুমি ছোটোবেলায় কেমন ছিলে গো খুবই গোলু মোলু টাইপের তাইনা, হ্যাঁ জানো তো আর আমি না কারোর কাছেই থাকতে চাইতাম না। আর এই রকমই আপনার ছোটবেলার কথাও তাকে বলুন।

সষ্টম – আপনার লাইফে ঘটে যাওয়া কোনো মজার কথা তার সঙ্গে শেয়ার করুন।

যেমন– জানালা দিয়ে বাইরে কিছু ফেলার আগে একটু ভালো করে দেখে শুনে ফেলবেন, কেনো কিসের জন্য এমন কথা বলছো হঠাৎ, আমি আজ সকালে জানালা দিয়ে জল ফেলতে গিয়ে পাশের বাড়ির কাকিমার গায়ে জল ফেলে দিয়েছি, আর এইরকম ভাবেই আপনার প্রত্যেক দিনের ঘটে যাওয়া ঘটনার কথা তার সঙ্গে শেয়ার করুন আর তার লাইফের কথা শুনুন এটুকুই যথেষ্ট কোনো মেয়ের সঙ্গে লং টাইম ধরে কল, ম্যাসেজ এবং তার সাথে সামনাসামনিও কথা চালিয়ে যাওয়ার জন্য। আর আপনি যদি মেয়েদের সঙ্গে কথা বলতে লজ্জা পান তাহলে সেটা অবশ্যই আলাদা পরিস্থিতি যার জন্য আমরা আমাদের সাইটে আরো অনেক পোস্ট লিখে রেখেছি এগুলো ফলো করলে আপনাদের অনেকটাই হেল্প হবে।

অপরিচিত মেয়েদের সাথে কথা বলার নিয়ম | How To Start Conversation With Unknown Girl

How To Start Conversation With Unknown Girl –

তো বন্ধুরা আজকের পোস্টটি এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে How To Start Conversation With Unknown Girl পোস্টটি ভালো লাগছে। যদি অপরিচিত মেয়েদের সাথে কথা বলার নিয়ম পোস্টটি ভালো লাগে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আপনাদের একটি কমেন্ট আমাকে এইরকম ধরণের পোস্ট লেখার আগ্রহটা ১০০ গুন বাড়িয়ে দেয়। তাছাড়া আমাদের bangaliyana.com ওয়েবসাইটে আরো সুন্দর সুন্দর বাংলা মোটিভেশন, মেয়ে পটানোর টিপস, ইমপ্রেস গার্ল এই সব ধরণের আরো অনেক পোস্ট আছে এই পোস্ট গুলো পড়ুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ধন্যবাদ।

মন্তব্য করুন