সম্পর্কে একঘেয়েমি দূর করার উপায় । How to remove boredom in a relationship

How to remove boredom in a relationship – আমাদের আশে পাশে একটু লক্ষ্য করলে দেখা যাই বর্তমানে বেশিরভাগ মানুষের ভালোবাসার সম্পর্ক গুলি ভেঙ্গে যাওয়ার মুখে বা নষ্ট হওয়ার দিকে যেতে থাকছে, আবার এটাও বলা যেই আমাদের ভালোবাসা বা বিবাহিত জীবনের সম্পর্ক গুলি খুবই দুর্বল হয়ে পড়ছে যেটা আমাদের বিবাহিত জীবনের উপরে বেশি প্রভাব ফেলছে এবং আমাদের জীবনের সব খুশিও কেড়ে নিচ্ছে, তো এর থেকে এটাই বোঝা যায় যে যদি আমরা আমাদের লাইফে ঠিক আগের মতো করেই সুখ ফিরিয়ে আনতে পারাযায় তাহলে অবশ্যই আমাদের ভালোবাসার সম্পর্কটিকেউ ঠিক আগের মতোই মজবুত এবং সুন্দর করে তুলতে হবে। এখন হয়তো আপনি ভাবছেন যে হ্যাঁ এটা তো বুঝলাম কিন্তু আমার গার্লফ্রেন্ড তো খুবই জেদি ওকে কিভাবে যে বোঝাবো, আগের মতো যে সুন্দর সম্পর্ক ফিরে পাওয়া কি সত্যিই সম্ভব? তো ভাই আমি আপনাদেরকে এটাই বলতে চাই যদি আপনি নিজেই নিজের উপরে বিশ্বাস রাখেন তাহলে পৃথিবীর কোনো কিছুই অসম্ভব নয়। তো আজ আমি আপনাদের সঙ্গে এমনই কিছু পরামর্শ শেয়ার তে চলেছি যেই পরামর্শ গুলিকে ফলো করলে আপনাদের সম্পর্ক যতটাই দুর্বল হয়ে থাকুক না কেনোআবার ঠিক আগের মতোই সুন্দর হয়ে উঠতে বাধ্য হবে। এই কারণেই আপনার কাছে একটাই অনুরোধ যে পোস্টটিকে আপনারা শেষ পর্যন্ত ভালো করে পড়ুন আর প্রত্যেকটি পরামর্শ ভালো করে ফলো করার চেষ্টা করুন। How to remove boredom in a relationship .

সম্পর্কে একঘেয়েমি দূর করার উপায় । How to remove boredom in a relationship

how-to-remove-boredom-in-a-relationship
                        how-to-remove-boredom-in-a-relationship

 

how to remove boredom in a relationship

প্রথম – আপনার প্রিয় মানুষটিকে গুরুত্ব দিন

রিলেশনের প্রথম দিকেই আমরা প্রত্যেকেই আমাদের প্রিয় মানুষটির প্রেমে হাবুডুবু খায়, সে যাই বলুক না কেনো সবকিছুর মধ্যেই ভালোবাসা খুঁজে বার করতে থাকি, এমনটা মনে হয় যেনো তার কথা শুনেই সারাটা জীবন কাটিয়ে দেবো। কিন্তু যখনই আমাদের রিলেশন একটু পুরানো হতে থাকে তখনই আমরা এই ভালোবাসার মঞ্চ থেকে বাইরে বার হয়ে বাস্তবে ফিরে আসতে থাকি। আর এমন একটা সময় আসে সেই ভালোবাসার মানুষটির কথাও আমাদের একঘেয়েমি মনে হতে শুরু করে, আর তখন আমরা কিছুতেই তার কথার কোনো গুরুত্বই দিতে চায়না, আর আপনার প্রিয় মানুষটির সাইট থেকেও এই একটাই সিচুয়েশানই শুরু হতে থাকে এর ফলে আপনাদের রিলেশনটিও ধীরে ধীরে বোরিং এবং দুর্বল হয়ে যায়। তাই আপনি সবসময় আপনার প্রিয় মানুষটির গুরুত্ব দিন, সে আপনাকে কি বলতে চাইছে তা একটু সময় নিয়ে ভালো করে শুনুন, মনটাও তো হতে পারে যে সে নতুন কিছু আপনাকে বলতে চাই বা এমন কিছু হয়তো আপনাকে বলতে চাই যেটা আপনাদের রিলেশন সব সমস্যা দূর করে দেবে আপনিই হলেন একজন একজনের সবথেকে কাছের মানুষ। তাই যদি আপনি তার কথা না শুনতে চান তাহলে সে কাকে বলবে তার দিক থেকে একটু ভেবে দেখুন তাই যদি আপনি একবার শুনেই বুঝতে না পারেন তাহলে তাকে আবার ভালো করে বুঝিয়ে বলতে বলুন। সে কেনো এই কথাগুলি বলছে । এমন কোনো কথাই নেই যে আপনাকে তার কথা অবশ্যই অক্ষরে অক্ষরে মেনে নিতে হবে অর্থাৎ তার কথা শুনতে আপনার তো কোনো অসুবিধাই নেই, যদি তার কোনো কথাই আপনার খুব খারাপ লেগে থাকে বা আপনার সেই কথাটি পছন্দ না হয়ে থাকে তাহলে তাকে বুঝিয়ে বলুন সে অবশ্যই বুঝতে পারবে অর্থাৎ নিজেদের মধ্যে কখনোই কোনো ছোটো খাঁটো ভুল বুঝাবুঝি আসতে দেওয়ার চেষ্টা করবেন না। কারণ একটা ছোট্ট দেশলাই কাঠিও কিন্তু সব কিছু জ্বালিয়ে পুরিয়ে ছাই করে দিতে পারে। তাই সব সময় আপনার প্রিয় মানুষটির কথা মন দিয়ে শুনুন এবং তারপর সেই বিষয় নিয়ে আলোচনা ভুল বুঝাবুঝি দূরে সরিয়ে সম্পর্কটিকে সুন্দর করে তুলুন।

দ্বিতীয় – নিজেকে পর্যাপ্ত সময় দিন

একটা সুন্দর সম্পর্ক বা ভালবাসার মানে একে অপরের সঙ্গে সর্বদা সংযুক্ত থাকা অর্থাৎ ফোনে সারা দিন কথা বলা, চ্যাট করা বা পাশে বসে থাকা নয়, আপনার প্রিয় মানুষটি আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ, আপনার পুরো জীবন কিন্তু নয়। আপনার জীবনে আপনার পরিবার, আত্মীয় সজন, বন্ধু,বান্ধব সব কিছুই রয়েছে অর্থাৎ সব সময় নিজের প্রিয় মানুষটির সঙ্গে আটকে না থেকে নিজের লাইভ টিকে মুক্ত ভাবে উপভোগ করার চেষ্টা করুন, কারণ কোনো একজনের সঙ্গে সব সময় থাকলে তার সঙ্গে থাকাটা একঘেয়েমি লাগাটাই স্বাভাবিক, তাই নিজেকে একটু সময় দিন আর আপনার প্রিয় মানুষটিকেউ একটু ফ্রি থাকতে দিন, যাতে সে অন্ততো আপনার কথা একটু ভাবার সময় পাই এবং আপনাদের রিলেশনটি আরো সুন্দর হয়ে উঠতে পারে।

তৃতীয় – অন্যদের সামনে আপনার প্রিয় মানুষটির সম্মান করুন

অনেকসময় আমরা আমাদের প্রিয় মানুষটিকে নিয়ে অন্যদের সামনে অজান্তে কোনো কারণে হাসাহাসিও করে ফেলি, আপনি এবং আপনার সামনে অন্য সবার ব্যাপারটা হাস্যকর মনে হতেই পারে কিন্তু যাকে নিয়ে আপনি হাসাহাসি করছেন তার কাছে কিন্তু সেই ব্যাপারটি সিরিয়াসও হতে পারে, সে ভাবতেই পারে যে আপনি হয়তো তাকে অপমান করছেন, আর বিশেষ করে আমাদের সবথেকে কাছের মানুষটি যখন এমনটা করে তখন কিন্তু একটু বেশি খারাপ লাগে, তো আপনি একটু নিজেই ভেবে দেখুন আপনার প্রিয় মানুষটি যদি অন্য কারোর সামনে আপনাকে অসম্মান করে তখন আপনার কেমন লাগবে। আর যদি আপনিই তাকে অন্যদের সামনে অসম্মান করেন তাহলে সে বাকিদের কাছ থেকে সম্মান পাবে? আমরা প্রত্যেকেই জানি সম্মান পেতে হলে আগে সম্মান দিতে হয়, আর যেখানে সম্মান নেই সেখানে ভালবাসাও মূল্যহীন, তাই আপনাদের সম্পর্কটি সুন্দর করে তুলতে কখনোই তাকে ভুলেও অসম্মান করবেন না। কারণ আপনাদের সম্পর্কের এই ছোট্ট একটি ভুলই কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরিয়ে দেওয়ার জন্যই যথেষ্ট।

সম্পর্কে একঘেয়েমি দূর করার উপায় । How to remove boredom in a relationship

চতুর্থ – আপনার বন্ধু এবং প্রেমিকার মধ্যে পার্থক্য বুঝুন

অনেক সময় আমরা যখন বন্ধুদের সঙ্গে কোন ট্যুরে যায় বা ঘুরতে যায় তখনো আমরা আমাদের প্রিয় মানুষটিকে সাথে করে নিয়ে যাওয়ার কথা ভাবি আবার অনেকেই তো নিয়েই যায়, আপনি ছেলে হয়ে থাকুন কিংবা মেয়ে, বিবাহিত হয়ে থাকুন অথবা অবিবাহিত এই ধরনের ভাবনা গুলো কখনোই ভুলেও আপনার মাথায় আনবেন না, কারণ আমাদের লাইফে বন্ধু এবং প্রিয় মানুষ সম্পূর্ণ আলাদা দুটি চরিত্র, প্রিয় মানুষটির ভূমিকা এবং বন্ধুদের ভূমিকা দু-জনেরই গুরুত্ব কখনই একই হতে পারে না। তাই আপনি যদি দু-জনকেই একই রকম চোখে দেখতে থাকেন তাহলে আপনি খুব বেশিদিন সুখী থাকতে পারবেন না। এমনটা চলতে থাকলে আপনাদের মধ্যে সন্দেহ, অবিশ্বাস প্রভিতি সৃষ্টি হওয়াটা খুবই স্বাভাবিক। তাই বন্ধু এবং প্রিয় মানুষটির মধ্যে ডিফারেন্সটা বুঝতে শিখুন এবং নিজের রিলেশানটিকে আরো সুন্দর রাখুন। How to remove boredom in a relationship .,

পঞ্চম – নিজের ব্যক্তিগত কোনো ফিলিংস অন্যজনের উপরে চাপিয়ে দেবেন না

প্রত্যেকটি মানুষের মানসিকতা অর্থাৎ ভাবনা চিন্তা আলাদা আলাদা হয়ে থাকে অর্থাৎ আপনার যা ভালো লাগে এটা হয়তো আপনার প্রিয় মানুষটির ভালো নাও লাগতে পারে, আপনার খারাপ লাগাটা কারোর খারাপ নাও লাগতে পারে। আবার আপনার প্রিয় মানুষটির ভালো লাগা বা খারাপ লাগাটা যে আপনারো ভালো বা খারাপ লাগবে এই রকম কিন্তু কোনো কথাই নেই। কিন্তু যখনই আপনার প্রিয় মানুষটি এমন কিছু করে, যেমন হয়তো সে ফেসবুক করে অথবা এমন কোনো মানুষের সঙ্গে সে কথা বলে যেটা আপনার ভালো লাগেনা, কিংবা আপনার অপছন্দের কোনো ড্রেস পরে অর্থাৎ যেগুলো আপনার ভালো লাগেনা সেগুলোই সে পছন্দ করে। তখন হয়তো আপনি আপনার প্রিয় মানুষটির সেই কাজ গুলির জন্য তার সঙ্গে ঝামেলাও শুরু করে দেন, এই অভ্যাসটি কিন্তু আপনাদের সম্পর্কটিকে আরো খারাপ করে তোলে। কারন এর ফলে আপনার প্রিয় মানুষটির মনেহবে, আপনি তার স্বাধীনতা কেড়ে নিতে চাইছেন আর আমরা সবাই জানি যে একজন মানুষ কখনোই অন্যের ইচ্ছামতো চলতে পছন্দ করে না, তাই আজ থেকে এই অভ্যাসটিকে দূরে সরিয়ে দিন। যদি তার কোনো কাজে আপনার ভালো না লাগে কিংবা কোনো কারণে কোনো কিছু আপনার খারাপ লেগে থাকে তাহলে সেই জিনিসটি নিয়ে তার সঙ্গে ঠাণ্ডা মাথায় আলোচনা করে সেই সমস্যার সমাধান করাটাই সব থেকে ভালো হবে। আপনার ভালোলাগা বা খারাপ লাগাটা তাকে ভালো করে বোঝালে সে অবশ্যই বুঝবেই আর আপনাদের সম্পর্কটি অনেক বেশি সুন্দর হয়ে উঠবে

সম্পর্কে একঘেয়েমি দূর করার উপায়How to remove boredom in a relationship

তো বন্ধুরা আশা করছি সম্পর্কে একঘেয়েমি দূর করার উপায় পোস্টটি আপনাদের ভালো লেগেছে , আমি যেগুলো বলেছি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, আর হ্যাঁ যেগুলো বললাম মন দিয়ে ফলো করার চেষ্টা করো আশাকরি আপনাদের সম্পর্কের একঘেয়েমিটা দূর হবে। তো কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও আমাদের How to remove boredom in a relationship পোস্টটি আপনার কেমন লাগলো, আর কোনো বিষয় নিয়ে যদি আপনার মনে কোনো কিছু জানার প্রশ্ন জাগে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তাছাড়া আমাদের bangaliyana.com ওয়েবসাইটে আরো সুন্দর সুন্দর বাংলা মোটিভেশন, মেয়ে পটানোর টিপস, ইমপ্রেস গার্ল এইসব ধারনের আরো অনেক পোস্ট আছে এই পোস্টগুলো পড়ে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ধন্যবাদ।

মন্তব্য করুন